কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের

নির্বাচন ছাড়া আওয়ামী লীগের ক্ষমতায় আসার নজির নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামীলীগ কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ইতিহাসে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার নজির নেই। ১৯৯৬ সালে নির্বাচনে বিজয়ী হয়ে আমরা ক্ষমতায় এসেছি, ২০০১ সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনে আমরা হেরে গেছি। তারপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের বদলে ২ বছর অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিল। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে আমরা ক্ষমতায় এসেছি।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

এসময় তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তারা (বিএনপি-জামায়াত) সিইসি এবং নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ মন্তব্য করে আসছেন। বাছাই প্রক্রিয়ার পর তাদের অনেকের প্রার্থীতা ফিরে পাওয়ায় তারা কমিশনকে ধন্যবাদও দিয়েছেন। যখন তাদের পক্ষে যায় তখন কমিশন ভাল এবং বিপক্ষে গেলে কমিশন খারাপ। কমিশনে একজন আছেন, তিনি সব সময় নোট অফ ডিসেন্ট দেন এবং নিজের কক্ষে মিডিয়াকে ডেকে নিয়ে কথা বলেন। কমিশনের সর্বাধিক সদস্য যে মত প্রকাশ করেন, সেটিই কমিশনের সিদ্ধান্ত।’

বিরোধীদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন তখনই নিরপেক্ষ হবে, যখন নির্বাচন কমিশন বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ নেবে। বিএনপির পক্ষ না নিলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকে না। এটাই তাদের মানসিকতা।’

এসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র শহিদউল্লাহ খাঁন সোহেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহমান মঞ্জু, সহসভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, লুৎফুন্নাহার মুন্নি ও আ্যডভোকেট গুলজার হোসেন জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন