কুমিল্লা-১০ আসনে নেতাকর্মীদের জানমালের ক্ষতি এড়াতে গণসংযোগ না করার ঘোষণা দেন বিএনপির প্রার্থীর মেয়ে ও তার প্রধান নির্বাচনি এজেন্ট ড. চৌধুরী সায়মা ফেরদৌস
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা না করার ঘোষণা দেওয়া হয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পক্ষে বুধবার তার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তার মেয়ে ও প্রধান নির্বাচনি এজেন্ট ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
সংবাদ সম্মেলনে ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, গত দুই সপ্তাহে এ আসনের ৩টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভৌতিক অভিযোগে প্রায় অর্ধশত মামলা দেওয়া হয়েছে। বহু নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও গোয়ালঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ অনেক বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। এছাড়া সদর দক্ষিণ উপজেলার ভুলুইন উত্তর ইউনিয়নের দূর্গাপুর ও ছোট চলুন্ডা গ্রামে অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং বাজারে বিএনপি সমর্থকদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযোগে তিনি আরও বলেন,‘এ আসনের বিভিন্ন এলাকা ও গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোষাকে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মী ও ভোট কেন্দ্রের এজেন্টসহ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আতঙ্কে অনেক নেতাকর্মী এলাকাছাড়া হয়ে পড়েছে।
ড. সায়মা তার বাবা মনিরুল হক চৌধুরীর বরাত দিয়ে বলেন,‘তার বাবার নির্দেশ অনুযায়ী দলের নেতাকর্মীদের জীবন রক্ষা ও বাড়িঘরসহ মালামালের ক্ষতির বিষয়টি চিন্তা করে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নির্বাচনি প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় তিনি আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে সব অত্যাচার, নির্যাতন, মামলা-হামলা, হয়রানি ও জেল-জুলুমের সমুচিত জবাব দেওয়ার জন্য ওই নির্বাচনি এলাকার জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।