কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

টাউন হল মাঠ:

কুমিল্লায় ভিডিও কনফারেন্সে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৩০০ আসনের মহাজোটের প্রার্থীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকা- থেকে নিজেদের রক্ষায় নির্বাচনের শেষ সময়টাতে আপনারা নিরাপদে থাকবেন।’

বৃহস্পতিবার বিকালে ‘সুধা সদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কুমিল্লা টাউন হল ময়দানে এ নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়।

শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীদের প্রচারণা চালানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা এলাকায় চলে যান, এখান থেকেই এলাকায় গিয়ে শেষ মিছিলটা করবেন। কারণ, প্রচার-প্রচারণার জন্য আর খুব বেশি সময় পাওয়া যাবে না। তবে আপনাদের বলবো, নিজেদের নিরাপদ রাখবেন, সাবধানে থাকবেন।’ ‘পহেলা ডিসেম্বর থেকে আজ (২৭ ডিসেম্বর) পর্যন্ত তারা সারা দেশে আমাদের ৫ জন নেতাকর্মীকে হত্যা করেছে আর ৪৪১ জন তাদের হাতে আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের ১৭০টি নির্বাচনী অফিস এবং বাড়িঘরও তারা ভাঙচুর করেছে।’

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

মানুষ এখন আর সন্ত্রাস চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের এই চরিত্রটা বদলাতে হবে। তাদের এই সন্ত্রাসী কর্মকা- মানুষ পছন্দ করে না। এক্ষেত্রে শুধু কুমিল্লা নয়, সারা দেশের সব মানুষকে সজাগ থাকতে হবে। এ ধরনের সন্ত্রাসী কর্মকা- যদি কেউ করতে আসে, সঙ্গে সঙ্গে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সবাই এক হয়ে থাকবেন, তারা যেন এ ধরনের সন্ত্রাসী কর্মকা- করতে না পারে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি শুধু মানুষের ক্ষতি করতে পারে, তাদের হাতে বহু মানুষ নির্যাতিত; আগুনে দগ্ধ। অনেকেই জীবন হারিয়েছেন, তাদের পরিবারগুলো কষ্টে আছে। আর এখন যারা বেঁচে আছেন, অগ্নিদগ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন।’

‘এসব অগ্নিসন্ত্রাসীরা মানুষের জানমাল লুটপাটকারী, অর্থপাচারকারী, অর্থ আত্মসাৎকারী। এরা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না। এরা শুধু নিতেই জানে এবং জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করে। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদক দূর করে জনগণের সার্বিক নিরাপত্তা দিতে চাই।’

আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সেটাও আগামীতে অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত দেশ আমরা গড়তে চাই আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ক্ষমতায় আসতে পারলে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবাঢনের মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ হবে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সবার অংশগ্রহণে এ নির্বাচন অর্থবহও হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হবো।’

সভায় শেখ হাসিনা কুমিল্লা জেলার ১১টি আসনে মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন:
আজ টাউন হল মাঠে কুমিল্লাবাসীর সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন