কুমিল্লার দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় মোঃ রুবেল (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত রুবেল মুরাদনগর উপজেলার শ্রীরাম্পুর গ্রামের মৃত: ফজলুল হকের পুত্র।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
পুলিশ ও প্রত্যক্ষরা জানান, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর ব্রীজ সংলগ্নে, মুরাদনগর থেকে দেবিদ্বার গামী একটি মোটর সাইকেলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি খালি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলটি ছিটকে সড়কের পাশে পড়েযায়। মোটর সাইকেল আরোহী রুবেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় কয়েকজন যুবক ট্রাকটি গতিরোধ করে দেবিদ্বার চেয়ারম্যান বাড়ির সামনে রেখে ট্রাক চালককে নিয়ে সটকে পড়ে বলে স্থানীয়রা জানান। সংবাদ পেয়ে দেবিদ্বার থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
এব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার নতুন কুমিল্লাকে জানান, লাশ থানায় রাখা হয়েছে, আজই ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন আছে।