কুমিল্লার নাঙ্গলকোটে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে শাকিবুল হাসান ভূঁইয়া। সে উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের প্রবাসী জামাল উদ্দিন ও জান্নাত ইয়াছ মিনুল হুদা ভূঁইয়ার বড় ছেলে। সে সমাপনি পরীক্ষায় মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
ভালো ফলাফল অর্জন করায় সে শিক্ষক-শিক্ষিকা ও মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মামুষের সেবা করতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নাঙ্গলকোট উপজেলাসহ দেশবাসীর কাছে কাছে দোয়া চেয়েছে।