কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে দেলোয়ার হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা পৌরসভাধীন ৭নং ওয়ার্ড ছায়কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম বৃহস্পতিবার রাতে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ছায়কোট গ্রামের একটি ভবনের কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে নির্মাণ শ্রমিক দেলোয়ার হোসেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।