কুমিল্লা মহানগরীর উনাইসার এলাকায় একটি বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে কৌশলে গৃহকর্তাকে ডেকে দরজা খুলে মুখে হাত-পা বেধেঁ মুখোশধারী একদল ডাকাত স্বর্নালংকার ও নগদ টাকাসহ কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এসময় গৃহকর্তা তার স্ত্রীসহ প্রতিবেশী এক যুবক বাধাঁ দিতে গেলে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাত দলের সদস্যরা।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
জানা যায়, কুমিল্লা মহানগরীর ২১ নং ওয়ার্ড উনাইসার এলাকায় কর্ণফুলী হাউজিং এর মোতালেবের বাড়ির ভাড়াটিয়া রাজিবের ঘরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ৬/৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাকে ডেকে দরজা খুলতে বাধ্য করে। পওে আগ্নেয়াস্ত্রেও মুখে সে ও তার স্ত্রী মাসুমা (২০) কে হাত-পা বেধেঁ গলা ও কানের স্বর্নালংকারসহ দেড়ভরি স্বর্ণ এবং নগদ ২ লাখ ৭০ হাজার টাকা,৩টি দামী মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতরা এসময় রাজিব ও তার স্ত্রীকে বেদড়ক মারধোর করে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশী আকাশ (২৫) নামের এক যুবক বাধাঁ দিতে আসলে ডাকাতরা তাকেও মাথায় কুপিয়ে জখম করে।
এ ঘটনায় আজ শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।