একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১ টি আসনের মোট ১৭টি উপজেলায় ১৩শ’ ১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী পৌঁছানোর কাজ চলছে।
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কুমিল্লা জিলা স্কুল থেকে কুমিল্লা-৬ সদর আসনের সকল কেন্দ্রসহ প্রত্যেক উপজেলা থেকে ভোট কেন্দ্রসমূহে এসব সামগ্রী পৌছানো হচ্ছে।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম নতুন কুমিল্লাকে বলেন, ইনশাল্লাহ আমাদের সকল প্রস্তুতি ভাল ভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। ভোটের সরঞ্জাম উপজেলা গুলোতে পাঠানো হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে যথা সময়ে চলে যাবে বলে তিনি জানান।