একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আরো একশ’ ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে ভোটের মাঠে ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হলো।
এর আগে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও শনিবার (২৯ ডিসেম্বর) আরো ১১১ প্লাটুন যুক্ত করা হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে শনিবার আরো ১১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় তারা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। গত ১৮ ডিসেম্বর দেশজুড়ে নির্বাচনী নিরাপত্তায় ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।