কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা- ৫ আসনে পুনঃনির্বাচন চাইলেন অধ্যক্ষ ইউনুস

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ মোঃ ইউনুস প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটে কারচুপি, বিভিন্ন ভোট কেন্দ্রে রাতেই ব্যালট পেপারে সিল মারাসহ বিভিন্ন অভিযোগ এনে পুনঃ নির্বাচনের দাবী জানান। রবরিবার দুপুর ১.৪৫ মিনিটে তাঁর নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ সকল কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিজ কেন্দ্রে গিয়েও ভোট প্রদান করতে পারেনি। তিনি আরো বলেন, এই আসনের প্রায় প্রতিটি কেন্দ্রেই ৮০ থেকে ৮৫ ভাগ ভোট পুলিশের সহায়তায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আগের দিন রাতেই সিল মেরে বাক্সে রেখে দিয়েছে।

আমি জেলা রির্টানিং অফিসার ও পুলিশ সুপারকে অবহিত করার চেষ্ঠা করেছি। আমি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী রির্টানিং অফিসারদের বিষয়টি অবহিত করেছি। কিন্তু তাঁরা কোন ব্যবস্থা গ্রহন করেনি। সকালে আমার নিজ কেন্দ্র কন্ঠনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটররা ভোট প্রদানের জন্য লাইনে দাড়ায়, এসময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন রাম-দা, লাঠি, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে হামল চালিয়ে দখল করে নেয়।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সবকটি কেন্দ্রের একই অবস্থা। আমি এসকল অভিযোগ লিখিত ভাবে রিটানিং অফিসারের বরাবরে দাখিল করবো। আমি আমার দলের মহাসচীবের সাথে কথা বলে এসকল বিষয় জানিয়েছি। কেন্দ্রীয় সিদ্ধান্তের পর পরবর্তী করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সবকটি আসনে পুনঃনির্বাচন দাবী করছি।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোঃ ইউনুস ছাড়াও তাঁর দুই ছেলে ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন