কুমিল্লা
শুক্রবার,২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১২ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ভারতীয় ভিসা আবেদন চালু হচ্ছে ১২ জানুয়ারি থেকে

১২ জানুয়ারি কুমিল্লায় চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র১২ জানুয়ারি থেকে কুমিল্লায় চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। নতুন করে দেশের ছয় জেলায় চালু হচ্ছে এ আবেদন কেন্দ্র। এর মধ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় কেন্দ্রগুলো চালু করা হবে।

আজ বুধবার (২ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসা পাওয়া আরো সহজ করার লক্ষ্যে এসব ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্রসহ এর সংখ্যা দাঁড়াবে ১৫টিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু এবং প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করতে ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন। যাতে সহযোগিতা করছে ভারতীয় স্টেট ব্যাংক।

আরও পড়ুন