কুমিল্লার বুড়িচং উপজেলার দারুস সালাম মাদানীয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের ছবক ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে নতুন ছাত্র-ছাত্রীদের ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহ আলম,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলার ইসলামপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ¦ মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম,উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন,সহকারী শিক্ষক মাওলানা মোঃ মেহেদী হাসান,মোঃ ফরিদ উদ্দিন,মাওলানা জাকির হোসেন প্রমুখ।