নতুন মন্ত্রিসভায় এলজিআরমন্ত্রী হয়েছেন মো. তাজুল ইসলাম।তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) করেছেন আসন থেকে নৌকা প্রতীকে ২লাখ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ মনোনীত প্রার্থী কর্ণেল (অবঃ) আনোয়ার উল আজিম পেয়েছেন মাত্র ১১ হাজার ৩০৯ ভোট।
আরও পড়ুন>>> নতুন অর্থমন্ত্রী হলেন কুমিল্লার আ হ ম মুস্তফা কামাল
রবিবার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রী সভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন আগামীকাল সোমবার। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ায় লাকসাম-মনোহরগঞ্জবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মোঃ তাজুল ইসলাম এমপিকে অভিনন্দন জানাচ্ছে নেতাকর্মী ও সাধারণ জনগণ।
এ বছর নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।