কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপিকে অর্থ মন্ত্রী করায় তার নির্বাচনীয় এলাকার সর্বস্তরের জনগণ পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের নেতা-কর্মীরা। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ কলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মণের মানস কন্যা শেখ হাসিনার প্রতি।
গত ৩০ ডিসেম্বরএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক প্রার্থী মনিরুল হক চৌধুরীকে হারিয়ে আ হ ম মুস্তফা কামাল বিপুল ভোটে জয় লাভ করেন। রবিবার বিকালে বিভিন্ন টিভি চ্যানালে অর্থ মন্ত্রীর তালিকায় আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এর নাম আসাই দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সর্বস্থরের মানুষের মাঝে আন্দের জোয়র বইছে। অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য- ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাঙ্গলকোট আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন তিনি। এর পর থেকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দল মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনগনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন।
এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। পরে তিনি বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। যা সুনামের সহিত নাঙ্গলকোট উপজেলা সহ সারা দেশের মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করেন। পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় তিনি নাঙ্গলকোট পৌর সভাকে গ-শ্রেণী থেকে ক-শ্রেণীতে উন্নতি করেন। পাশাপাশি নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজকে সরকারি ও এ আর মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করেন। তিনি উপজেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। যা এই অবহেলিত উপজেলাকে ৫০ বছর এগিয়ে নিয়েছে।
সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপিকে অর্থ মন্ত্রী করায় নাঙ্গলকোট প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে পৌর মেয়র আব্দুল মালেক নতুন কুমিল্লাকে জানান, আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) একজন আলোকিত মানুষ। তিনি পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছে। জনগণ এ উন্নয়নমূলক কাজ দেখে গত ৩০ ডিসেম্বর তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেন।
উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু নতুন কুমিল্লাকে বলেন, আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) জাতীর শ্রেষ্ঠ সন্তান। একজন আলোকিত মানুষ। পরিকল্পনা মন্ত্রনালয়ের দায়িত্ব থেকে অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই এলাকার মানুষের আশার প্রতিপলন গটেছে।