কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় পোস্টার সাঁটাতে গিয়ে নিহত আরিফের পরিবার প্রধানমন্ত্রীর সাহায্য চান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিআইপি সেলিমা আহমাদ মেরীর (নৌকার) পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেল আরিফ হোসেন। গত ২৫ ডিসেম্বর কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামা ছাইদুর রহমানের অনুরোধে কড়িকান্দি বাজারে নৌকার পোস্টার লাগাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে আরিফ। পরে তিতাস উপজেলা হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ সপ্তাহ চিকিৎসা শেষে ৩১ ডিসেম্বর রাত ১০টায় জীবন যুদ্ধে হেরে যান এই বালক।

পরিবারের উপার্জনক্ষম বলতে কেউ নেই। তার বাবা কবির হোসেন সামান্য রাজমিস্ত্রি। দৈনিক হিসেবে যা পান তা দিয়ে কোন রকমে সংসার চালান। বাবাকে সাহায্য করার জন্য এবং পরিবারের অভাব মোচনের জন্য আরিফও মাঝে মাঝে ক্ষেতে খামারে বদলী হিসেবে কাজ করত। সংসারের অভাব থাকা সত্তে¡ও সে ছিল পড়াশোনার প্রতি অনুরাগী এবং একজন মেধাবী ছাত্র। তার মা রুফিযা বেগম একজন গৃহিনী। তিন ভাই বোনের মধ্যে আরিফ ছিল সবার বড়। আরিফ দাউদকান্দি রায়পুর কে.সি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার আর পরীক্ষা দেয়া হলো না। বড় হয়ে সে একজন সমাজ সেবক হতে চেয়েছিল। সেই স্বপ্ন স্বপ্ন্ই রয়ে গেল।

তার মৃত্যুতে মালিখিল গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। কখনো বা সেন্সলেস হয়ে পড়ছেন। গরিব এই পরিবারটি এমনিতেই ছন্নছাড়া তার উপরে ছেলের এই চিকিৎসা খরচ চালিয়ে আরও নিঃস্ব হয়ে পড়েছেন। তিতাস-হোমনার নব নির্বাচিত এমপি সিআইপি সেলিমা আহমাদ মেরী ইতোমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও প্রয়োজনের তুলনায় তা নগন্য। চিকিৎসা ও মৃত্যু পরবর্তী অন্যান্য খরচসহ প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন নিহত আরিফের পিতা কবির হোসেন। পরিবারটি টিকে থাকতে হলে সকলের সাহায্য একান্ত প্রয়োজন।

বিশেষ করে নিহতের পরিবার ও এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর কাছে সহায়তা কামনা করেছেন। ছেলেকে ফিরে না পেলেও কিছু অর্থ সহায়তা পেলে হয়ত পরিবারটি উঠে দাঁড়াতে পারবে । বাকি দুই মেয়েকে নিয়ে যাতে পরিবারটি স্বচ্চলভাবে বাঁচতে পারে এমন একটি ব্যবস্থা করে দেবেন এমনটিই দাবী এলাকাবাসীসহ পরিবারের লোকজনের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা এবং সেলিমা আহমাদ মেরীও একজন হৃদয়বান মানুষ তাঁরা চাইলে পরিবারটির দায় নিতে পারেন কিংবা সহায়তার হস্ত প্রসারিত করে পরিবারটিকে বেঁচে থাকার পথ দেখাতে পারেন। মাদার অব হিউম্যানেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেলিমা আহমাদ মেরীর কাছে সহায়তা কামনা করেছেন নিহত আরিফের পরিবার ও শুভাকাংখি আত্মীয়স্বজনসহ এলাকাবাসী।

আরও পড়ুন