কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বদলে গেল কুমিল্লার ‘টাইগার’ এনামুল হক শরীফ

এনামুল হক শরীফের ফাইল ছবি

জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার এনামুল হক শরীফ। লড়াকু ফুটবল খেলে সমর্থকদের কাছে ‘টাইগার’ উপাধি লাভ করেন ২০০৭ সালে। সেই থেকে এখনও সবাই তাকে চেনে ‘টাইগার শরীফ’ নামেই! সেই টাইগার শরীফ ফুটবলজীবনের ইতি টানতে চেয়েছিলেন আরও দুই বছর পর। কিন্তু বিধাতার লীলাখেলায় তার বিদায়ের চিত্র্যনাট্যটা বদলে গেল। এই মৌসুমেই বিদায় নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

তিনি জানিয়েছেন, গত অক্টোবরে ফেডারেশন কাপের প্রস্তুতি হিসেবে মোহামেডানের হয়ে একটি প্রীতি ম্যাচে খেলেন আরামবাগের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে গিয়ে বাজেভাবে হাঁটুতে চোট পান। ফলে খেলতে পারেনি ফেডারেশন কাপে। ডাক্তারের কথা অনুযায়ী চার সপ্তাহের মধ্যেই তার মাঠে ফেরার কথা ছিল। কিন্তু ফেরা হয়নি। কারণ ব্যথাটা কমেনি। তারপরও অনুশীলন চালিয়ে গিয়েছিলেন স্বাধীনতা কাপে খেলার জন্য। কিন্তু ফিট না হওয়াতে স্বাধীনতা কাপেও খেলা হয়নি। সামনেই (১৮ জানুয়ারি থেকে) প্রিমিয়ার লীগ শুরু। লীগে খেলতে পারায় সম্ভাবনা যাচাই করতে ঢাকার একটি হাসপাতাল থেকে হাঁটুর পরীক্ষা (এমআরআই) করান। সেখানেই ধরা পড়ে বিষয়টি।

ফুটবলার এনামুল হক শরীফের ফাইল ছবি

জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। সার্জারি করাতে হবে। আর সার্জারি করলে প্রায় বছরখানেক ফুটবল খেলতে পারবেন না। এদিকে তার বয়সটাও হয়ে গেছে ৩৭। ফলে সবদিক বিবেচনা করেই চিরতরে বুটজোড়া তুলে রাখার কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন কুমিল্লার ছেলে শরীফ।

দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার শরীফের। খেলেছেন ভিক্টোরিয়া, মোহামেডান, জামাল ও রাসেলে। অধিনায়ক ছিলেন ২০১১ সালে মোহামেডান এবং ২০১২ সালে জামালের। লীগ রানার্সআপ হয়েছেন ৪ বার (মোহামেডানে ৩ বার, জামাল ১ বার) আর লীগ চ্যাম্পিয়ন হয়েছে ১ বার (জামাল)।

২০০৬-২০১১ সাল পর্যন্ত জাতীয় দলে নিয়মিত খেলেছেন। এরপর ইনজুরির কারণে ২০১২-১৪ পর্যন্ত ফুটবল খেলেননি। ২০১৫-১৬ সালে পুনরায় কাম ব্যাক করেন। তার আক্ষেপ জাতীয় দলের অধিনায়ক হতে না পারা।

স্ত্রী-সন্তানের সঙ্গে ফুটবলার এনামুল হক শরীফের ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে আবাহনী-মোহামেডান ম্যাচে (প্রথম পর্র্বে) খেলেই ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন শরীফ। লিগামেন্টের চোট নিয়ে কিভাবে আবাহনীর বিরুদ্ধে খেলবেন? কোচ কি মাঠে নামার অনুমতি দেবেন? ‘অবশ্যই দেবেন। দেখুন, আমি তো আবাহনীর বিরুদ্ধে পুরো সময় খেলবো না। মাত্র ৫-১০ মিনিটের জন্য মাঠে নামবো। এ ধরনের চোট নিয়ে অল্প সময়ের জন্য খেলাটা কোন সমস্যা নয়।’ শরীফের জবাব।

কুমিল্লায় শরীফের একটি ফুটবল একাডেমি আছে। নাম টাইগার একাডেমি। প্রায় ছয় মাস আগে এটি চালু করেন তিনি। এখানে ৪০ জন ছেলে ফুটবল প্রশিক্ষণ নেয়। তাদের ফ্রি কোচিং করান শরীফ। অবসর নেয়ার পর এই একাডেমিতে কাজ করে মেধাবী ফুটবলার সৃষ্টির জন্য কাজ করে যাবেন শরীফ।

আরও পড়ুন