কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নতুন মন্ত্রিপরিষদে কুমিল্লার তাজুল ইসলামসহ ৭ গণমাধ্যম মালিক

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় কুমিল্লার তাজুল ইসলামসহ গণমাধ্যমের সাতজন কর্ণধার রয়েছেন। এদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রবিবার দুপুরের পর মন্ত্রণালয়সহ ঘোষণা করা হয়েছে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের তালিকা।

শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হন। তিনি পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। আজকের দর্পন নামে একটি দৈনিকের কর্ণধার তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তাজুল ইসলাম। তিনি কুমিল্লা-৯ আসন থেকে জয়ী হন। মো. তাজুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ এর কর্ণধার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত হন। তিনি একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্ণধার। তার মালিকানায় রয়েছে জিটিভি, সারাবাংলা (অনলাইন পত্রিকা), দৈনিক সারাবাংলা (প্রকাশিতব্য)।

প্রতিমন্ত্রী হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত হন। তার মালিকানায় রংধনু নামে একটি টিভি অনুমোদন পেয়েছে।

দূরন্ত টিভির মালিকানায় রয়েছেন মো: শাহরিয়ায় আলম। তিনি প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাজশাহীর-৬ আসন থেকে তিনি নির্বাচিত হন।

প্রতিমন্ত্রী হিসেবে কামাল আহমেদ মজুমদার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার মালিকানায় রয়েছে মোহনা টিভি। কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ থেকে জয়ী হন।

এছাড়া মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হন। তার মালিকানায় রয়েছে বিজয় টিভি।

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জনকে উপমন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন