কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া-চাঁদপুর গ্রামে হাফিজ মার্কেট সংলগ্ন এলাকায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার সাকালে স্থানীয়রা নলুয়া-চাঁদপুর গ্রামে হাফিজ মার্কেট সংলগ্ন একটি পুকুরে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।