দৈনিক ইনকিলাবের চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা মোঃ আকতারুজ্জামানের পিতা মোঃ সামছুজ্জামান (৮০) ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর ৪ টায় বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে সামছুজ্জামান চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা আজ মঙ্গলবার বিকেল তিনটায় বাড়ির পাশে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করতে সর্বমহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি অনুরোধ করা হয়েছে।
এদিকে সহকর্মী সাংবাদিক মোঃ আকতারুজ্জামানের পিতা মোঃ সামছুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লার পাঠক প্রিয় নিউজ পোর্টাল নতুন কুমিল্লা পরিবার। এ ছাড়াও চৌদ্দগ্রাম ও কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।