কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রংপুরের বিপক্ষে আজ মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলের মঙ্গলবার (৮জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দু’দলেই আছে তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে জয়ের ধারা ধরে রাখতে চায় কুমিল্লা। অন্যদিকে, দলে গেইল ফেরায় শক্তি বেড়েছে রংপুরের।

জয় ছাড়া অন্যকিছু ভাবছেনা মাশরাফির দল। বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে হার দিয়ে। পরের ম্যাচেই খুলনা টাইটান্সকে হারিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায়।

ধারাবাহিকতা ধরে রাখার মিশনে রাইডাররা পাচ্ছে সমৃদ্ধ ব্যাটিং বিভাগ। যুক্ত হয়েছেন ক্যারবিয়ান ক্রিকেট দানব ক্রিস গেইল। বিপিএলে গত ৫ আসর মিলিয়ে ২৬টি মাত্র ম্যাচ খেলেছেন। তাতেই ৫৪.০৪ গড়ে বিস্ময়কর ১১৩৫ রান করেছেন।

এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছেন গেইল। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের ইনিংসটা তার। সবচেয়ে বেশি ছক্কাও এই গেইলের; ১০৭টি।

বলে রাখা ভালো, এ ছাড়া কারো ৫০টি ছক্কাও নেই। এক ইনিংসে ৫ বার ১০টার ওপরে ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ১৮টা ছক্কা মেরেছেন। গেইল ছাড়া বিপিএলে কেউ কখনো ইনিংসে ১০টা ছক্কাও মারতে পারেননি।

অন্যদিকে, নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগী কুমিল্লা। অধিনায়ক স্মিথের নেতৃত্বে ব্যাট হাতে একঝাঁক সেরা ব্যাটসম্যান তামিম, ইমরুল, লুইস, বিজয়, আফ্রিদি, মালিক। পেস বিভাগে ত্রাস ছড়াতে হবে রনি, সাইফুদ্দিন, শহিদদের।

সব কৌশল কাজে লাগিয়ে জয়ের ধারা বজায় রাখতে মুখিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা আসরে প্রথম ম্যাচে জিতেছে। আর দুই ম্যাচে একটিতে জয় পেয়েছে রংপুর।

কুমিল্লা টিমে সম্ভাব্য যারা খেলবেন:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল, স্টিভেন স্মিথ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদী হাসান, এভিন লুইস, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি।

আরও পড়ুন