ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মহাসড়কের উপজেলার রায়পুর সংলগ্ন পুটিয়ার মোড় এলাকায় একটি এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি পিকআপ ভ্যান উপজেলার রায়পুর সংলগ্ন পুটিয়ার মোড় এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও একজন ব্যবসায়ী নিহত হন। আহত হয়েছেন অনন্ত তিনজন।
তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে হতাহত কারো পরিচয় জানা যায়নি বলে তিনি জানিছেন ইনচার্জ মনিরুল ইসলাম।