কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

রাজশাহীর বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া খুলনা টাইটানস

তৃতীয় ম্যাচে জয় পেতে মরিয়া খুলনা।রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরেছে খুলনা টাইটানস। দুই শক্তিশালী দলের বিপক্ষে হেরে যাওয়ার পর বুধবার অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহর খুলনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ খুলনার প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস। সন্ধ্যা ৫ টা ২০ মিনিট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে লড়াই করে ৮ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে কোন প্রতিরোধ গড়তে পারেনি খুলনা টাইটানস। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে নির্বিষ পারফরম্যান্সে ১০৫ রানের বড় ব্যবধানে হার মানে খুলনা। তাই টানা ম্যাচ হেরে বুধবার রাজশাহীর বিপক্ষে জিততে মরিয়া খুলনা টাইটানস।

মঙ্গলবার ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে আসা ডেভিড উইজ সেই আশার কথাই জানিয়ে গেলেন, ‘আমাদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। সেই সঙ্গে পরিশ্রমও করতে হবে। আশা করি বুধবার সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো। আমরা ম্যাচ জয়ের বিকল্প দেখছি না।’

ব্যাটিং-বোলিং যেমনই হোক না কেন, খুলনার সবচেয়ে খারাপ অবস্থা ফিল্ডিংয়ে। ঢাকার বিপক্ষেও ক্যাচ মিসের পাশাপাশি, গ্রাউন্ড ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্স ফুটে উঠেছে। ম্যাচ জিততে ফিল্ডিংয়ের উন্নতি জরুরি বলে মনে করছেন ডেভিড উইজ, ‘পরের ম্যাচে আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। হাফ চান্সগুলো গ্রহণ করতে হবে। নয়তো ম্যাচে ফেরা কঠিন হবে।’

খুলনার মতো প্রায় একই দশা রাজশাহী কিংসেরও। তবে খুলনা ২ ম্যাচ খেলে দুটি হারলেও রাজশাহী এক ম্যাচ খেলে একটিতে হেরেছে। ঢাকার বিপক্ষে উদ্বোধনী দিনে খেলা ওই ম্যাচে সুবিধা করতে পারেনি মিরাজের দল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাপে থাকা খুলনার মুখোমুখি হবে রাজশাহী।

রাজশাহীর স্পিনার আরাফাত সানি জানালেন এই ম্যাচ জিততে মুখিয়ে তার দল, ‘প্রথম ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করি পরবর্তী ম্যাচে আমরা আমাদের ভুলগুলো শুধরে মাঠে নামতে পারবো। মিরাজ তরুণ ক্রিকেটার। তার নেতৃত্বে আমরা খেলছি। সবাই মিলে চেষ্টা করছি ওকে সাহায্য করতে।’

আরও পড়ুন