কুমিল্লার চৌদ্দগ্রামে বদিউজ্জামান লিটন (৩৮) নামে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত লিটন পৌরসভার চাটিতলা গ্রামের মৃত বশির আহাম্মদ এর পুত্র।
বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহের হোসেন নতুন কুমিল্লাকে জানান, বদিউজ্জামান লিটনের বিরুদ্ধে একটি মামলায় ১০ মাসের সাজা এবং ৪ লাখ ৩২ হাজার টাকা জরিমান রায় প্রদান করেছে আদালত। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পালাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।