কুমিল্লায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ। বুধবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র প্রাঙ্গণে দৈনিক কালের কন্ঠের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা।
কুমিল্লায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণশুভসংঘ কুমিল্লার সভাপতি অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনের সঞ্চালনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার সুলতানা ও কবি সৈয়দ আহমাদ তারেক।
ধন্যবাদ জ্ঞাপন করেন শুভসংঘ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামীম হায়দার। এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ কুমিল্লা শাখার সহ সভাপতি সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সহ সভাপতি ঠাকুর জিয়া উদ্দীন আহমদ, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের সহকারী পরিচালক মো: আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর, সদস্য কাজী আবু হানিফ, আর কে নীরব, ইসরাত জাহান ইমা প্রমুখ।