সৌদি আরবের জেদ্দায় চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের আলোচনা সভা ও চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের সংবর্ধনা গত ৪ জানুয়ারি শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্টা কাজী এনামুল হক।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, ৯৪ ব্যাচের কামাল উদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ সুমন, প্রবাসী সূর্য সন্তানের সহ সাধারন সম্পাদক আলম শাহ, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক গাজী আনোয়ার হোসেন মানিক, সহ প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য নাসির উদ্দিন, জাকির হোসেন বাদল, মোহাম্মদ আবদুল্লাহ, কাজী জাফর আহমেদ পারবেজ, মোবারক হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন স্থানে অবস্থানরত চৌদ্দগ্রামের প্রবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।