কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নির্বাচনী সহিসংতায় আ.লীগ নেতার মৃত্যু; মন্ত্রীর সংবর্ধনা স্থগিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে (৩০ ডিসেম্বর) লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা ফয়েজ উল্লাহ (৫২) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিসিওতে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান।

লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হীরা নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে নতুন কুমিল্লাকে জানান, গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট চলাকালে বাড়ির পাশে কৈত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপি কর্মীদের হামলায় আহত হয়েছিলেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফয়জুল্লাহ। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লার একটি হাসপাতাল এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১১দিন চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাতে সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এর আগে ওই হামলার ঘটনায় ভোটের দিন রাতে নিহতের ছেলে ফয়সাল বাদী হয়ে স্থানীয় বিএনপি কর্মী নাছির উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় এরই মধ্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ময়নাতদন্তের পর নিহতের মরদেহ বাড়িতে আনার পর বৃহস্পতিবার (আগামী কাল) তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামসহ লাকসাম, উপজেলা আওয়ামলী, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হীরা জানান, আগামী শনিবার (১২ জানুয়ারি) সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী হওয়ায় লাকসামে এক গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলা আওয়ামীলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ আওয়ামীলীগ নেতা ফয়েজ উল্লাহ’র মৃত্যুতে মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে তিনি নতুন কুমিল্লাকে জানিয়েছেন।

আরও পড়ুন