কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাতকে আটক করা হয়েছে। সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের আটক করে।এ সময় ডাকাত দলের কাছ থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২টি বড় রামদা, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি লোহার পাইপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ ইসলাম এসব তথ্য জানান।
আটকরা হলেন- আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুমিল্লার সদর দক্ষিণ থানার পারবাইল গ্রামের মীর হোসেন (২৬), নাটোর জেলার গুরুদাসপুর থানার বালখা গ্রামের মাহবুব হোসেন (৩৫), শরিয়তপুর জেলার গোশাইরহাট থানার চরমাইশকান্দি গ্রামের বাবুল মাল (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাটিবৈবাল গ্রামের রেজাউল হোসেন (৩৫), গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মিজানুর রহমান (৪৫), জামালপুরের ইসলামপুর থানার কাছিহারা গ্রামের মুনছুর আলী (২৭), দেওয়ানগঞ্জ থানার দীঘলকান্দি গ্রামের সুমন শেখ (৩৬), সদর থানার চন্দ্রা গ্রামের রফিকুল ইসলাম ওরফে চাঁন মিয়া (২২), কুড়িগ্রামের রৌমারী থানার সুলতান মিয়া (৪৫) ও ঢাকার কামরাঙ্গীরচর থানার কামরাঙ্গীরচর এলাকার আবদুর রশিদ মোল্লাকে (৪২) গ্রেফতার করে।
আরও পড়ুন >>> কুমিল্লায় নির্বাচনী সহিসংতায় আ.লীগ নেতার মৃত্যু; মন্ত্রীর সংবর্ধনা স্থগিত
পুলিশ সুপার সৈয়দ ইসলাম জানান, বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে্ একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে ১০ ডাকাতকে আটক করা হয়।
এসময় পুলিশ সদস্যরা ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২টি বড় রামদা, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি লোহার পাইপ উদ্ধার করে।
পুলিশ সুপার আরও জানান, গত বছরের ৪ ডিসেম্বর জেলার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চৌকরী পূর্বপাড়া গ্রামের কাজী অহিদুর রহমানের বাড়িতে ওই ডাকাতরা গৃহকর্তাসহ ৭ জনকে কুপিয়ে আহত করে এবং ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এছাড়া সংঘবদ্ধ এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।