কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নারী-শিশুসহ আরও ১৬ রোহিঙ্গা আটক

কুমিল্লায় শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

আটকরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের স্ত্রী হামিদা বেগম (৬০), মৃত বারু মিয়ার ছেলে ছাব্বির আহাম্মদ (৩০), ছাব্বির আহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৩০), ছাব্বির আহাম্মদের ৪ ছেলে মো. জাবেদ (১২), মো. ছাবের (১০), মো. আব্দুল মজিদ (৬), মো. ছাদেক (২), আব্দুল সালামের ছেলে হামিদ নুর (২৫), হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম (২৩), হামিদ নুরের দুই ছেলে ওমর ফারুক (৩), খৈয়ম নুর (১), মো. রফিকের স্ত্রী নুর হাবা (২৮), ছেলে আব্দুল রহিম (১০), মেয়ে শাহিদা আক্তার (৫) ও মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল (৬)।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএএম শাহজাহান কবির নতুন কুমিল্লাকে জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য একদল রোহিঙ্গা অপেক্ষা করছে- এমন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই বাবুল হোসেনসহ এক দল পুলিশ সেখানে গিয়ে শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করে।বিকেলে আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে ওসি এসএএম শাহজাহান কবির জানান।

আরও পড়ুন:
কুমিল্লায় নারী-পুরুষসহ ৪৮ রোহিঙ্গা আটক

আরও পড়ুন