কুমিল্লার চৌদ্দগ্রামে এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করায় খুশি (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত খুশি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকার নোয়াপাড়া গ্রামের দিনমজুর মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।
এ খবর চাদিকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত হোমিও ডা. বেলাল হোসেন তার সেম্বার ছেড়ে পালিয়ে গেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশু খুশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগল ছিলো। গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের হোমিও চিকিৎসালয় তাহের হোমিও হলের ডা. বেলাল হোসেনের চেম্বারে নিয়ে আসলে ডাক্তার সেফট্রোন-৫০০ এমজির ইনজেকশন শিশুটির শরীরে পুশ করে।
আজ শুক্রবার (১১ জানুয়ারি) সকালে ১টি এবং একই দিন বিকেলে আরেকটি সেফট্রোন-৫০০ পুশ করা হয় শিশুটির শরীরে। বিকেলে শিশুটির শরীরে ইনজেকশনটি পুশ করার ৫ মিনিটের মধ্যেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।
তাৎক্ষনিক শিশুটিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। কান্নায় ভেঙ্গে পড়ে নিহত শিশুর মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।
এব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, হোমিও ডাক্তার কর্তৃক এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার যৌক্তিকতা নেই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হোমিও ডাক্তার বেলাল হোসেনকে (০১৮১৭-৩৫২৭৮৮) ফোন দেয়া হলে দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।