কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাউসার আহমেদ (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। আটক মোঃ কাউসার আহমেদ চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার গোমারবাড়ির মো. দুলাল মিয়ার ছেলে।
কুমিল্লা-১০ বিজির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী শনিবার বিকেলে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, গোপনা সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার গোমারবাড়ি গ্রামে কুমিল্লা-১০ বিজিবি’র অধীনস্থ চৌদ্দগ্রাম বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে কাউসারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশীরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীকারাগারে পাঠানো হয়েছে বলে পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানিয়েছেন।