স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে দারিদ্রতা এখন আর বড় চ্যালেঞ্জ নয়, অবকাঠামোগত উন্নয়নও বড় চ্যালেঞ্জ নয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সু-শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দূর্নীতি মুক্ত করা দেশ গড়া।
শনিবার (১২ জানুয়ারি) কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।
অনুষ্ঠান শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ্য থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবাগত মন্ত্রীকে।