কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার থাকা রাবেয়া আক্তার ওরপে রবিয়া (৩২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের শির্হন চিওড়া গ্রামের মৃত দুধু মিয়ার মেয়ে এবং চৌদ্দগ্রামের নানকরা এলাকার জিল ওয়্যারস জুতা ফ্যাক্টরীর শ্রমিক। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৪ যাত্রী আহত হয়েছে।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মঞ্জুরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, সন্ধ্যা ৬টার দিকে নানকরা জিল ওয়্যারস জুতা ফ্যাক্টরীর থেকে ৫জন শ্রমিক বাড়ি ফেরার উদ্দেশ্যে অটোরিকশা দিয়ে রওনা হন। এসময় পুরাতন সড়ক থেকে মহাসড়কের নতুন সড়কে উঠার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নারী শ্রমিক রাবেয়ার মৃত্যু হয়।
এ সময় তার সাথে থাকা আরও ৪নারী শ্রমিক আহত হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয় বলে তিনি জানান।