কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির ৩১৫তম ডিনার মিটিং অনুষ্ঠিত

এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির ৩১৫তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। সিটি ক্লাব সভাপতি এপে. জি এম সামদানীর সভাপতিত্বে রবিবার সন্ধ্যা ৭টায় সভায় অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গর্ভনর এপে. ডা. মুজিবুর রহমান, এপে. সালাউদ্দিন মাহমুদ, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এ্যাকশান ডিরেক্টর এপে. মোহাম্মদ এনামুল হক মিলন, ডিজি-৮ এপে. কামরুল হক, পিপি, সিপি, পিএনএডি এপে. আব্দুল্লাহ্ আল মাহমুদ, পিপি এপে. শাহ্ জাবেদুল হক সাগর, পিপি এপে. আবু ইউসুফ, পিপি এপে. আব্দুস সালাম আহমেদ, পিপি এপে. জহিরুল ইসলাম।

ডিনার সভায় অন্যান্য মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ওস্তাদ আলাউদ্দিন খাঁর সভাপতি এপে. সাখাওয়াত হোসেন সোহেল, সিটি ক্লাব সিনিয়র সহ-সভাপতি এপে. আব্বাস উদ্দিন, জুনিয়র সহ-সভাপতি এপে. আরিফুল ইসলাম, আইপিপি এন্ড এক্সপানশান ডিরেক্টর এপে. ফেরদৌস আলম দুলাল, সেবা পরিচালক এপে. গিয়াস উদ্দিন, মেম্বারশীপ এন্ড এ্যাটেন্ডেন্স ডিরেক্টর এপে. এড. আরিফুজ্জামান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. কেফায়েত উল্লাহ মজুমদার এবং সার্জেন্ট এ্যাট আর্মস এপে. আবু ইউসুফ, ফ্লোর মেম্বার এপে. সৈয়দ জাকির হোসেন, এপে. ইসহাক মজুমদার রনি, এপে. হাসান চৌধুরী, এপে. সিরাজ উদ্দিন, এপে. সাইফুর রহমান সুমন, মাহাবুব, কায়েস প্রমুখ।

আরও পড়ুন