কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

টিকেটকেটেও বাড়ি ফেরা হলোনা কুয়েত প্রবাসী কুমিল্লার নুরুল আমিনের

নিহত নুরুল আমিন / ছবি: নতুন কুমিল্লা

মানুষের মৃত্যু সত্যি হলেও তা কবে কখন কোথায় হবে তা এক মুহুর্ত পূর্বেও কেউ জানে না। তবে এমন করুন মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টের।

মোঃ নুরুল আমিন দেশের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলার যশপুর গ্রামে। দেশের সূর্য সন্তান রেমিটেন্স যোদ্ধা নুরুল আমিন (৪৮) থাকতেন কুয়েতে।

মানসিক ভাবে অসুস্থতার কারণে দেশে যাবেন তিনি। ১১ জানুয়ারি দেশে যাওয়ার কথা ছিলো তার। তবে ওই যে ত্যাগ! পরিবার পরিজনের সুখ আর সমৃদ্ধ আনতে নিজের সুখ ইচ্ছা বিসর্জন দেয়া প্রবাসী বলে কথা।

বিমানের টিকেটের মূল্য বেশি ছিল সেদিন একদিন পরে হলে আরো ৪০- ৫০ দিনার কমে পাওয়া যায়। তাই একদিন পরের টিকিট মানে ১২ তারিখের টিকিট কিনেছিলেন তিনি।

পরিবারের সবার পছন্দের জীনিসও কেনা কাটা করে লাগেজ গুছিয়ে রেখেছেন। পরদিন সকালেই ফিরবেন আপন নীড়ে মায়ের কোল জন্মভুমি বাংলাদেশে।

মনে অনেক আনন্দ, বহুদিন পর দেশে যাবে আনন্দ তো হবেই। হায়রে হতভাগা প্রবাসী সুখ কেবল কল্পনায় তা আর দেখে যাওয়ার সৌভাগ্য হলো না।

ভাগ্যের কি নির্মম পরিহাস। শেষ দেখা যে হবে না আপনজনদের তা হয়তো বিধাতা আগেই লিখে রেখেছিলেন যা জানা ছিলো না নুরুল আমিন ও পরিবার সহ কারোই।

বাড়িতে তো যাবে সে তবে তার প্রানহীন দেহটা কেবল যাবে। পরিবার নিয়ে সুখের একটি দিনও তার ভাগ্যে লেখা ছিলোনা হয়তো।

১১ তারিখ ভোর আনুমানিক ৪টায় (কুয়েত সময়) ফজর নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে হঠাৎই ব্রেইন স্ট্রোক করে নুরুল আমিন। সহকর্মীরা হাসপাতালে নিয়েছে তবে ততক্ষণে ভবলীলা সাঙ্গ করে পরপারে পৌঁছে গেছে জীবন পাখি।

একদিনের ব্যাবধানে কোটি কোটি মাইল দূরের দুরের দেশে চলে গেলো যেখান থেকে আর কেউ কোন দিন আসবেনা ফিরে। তার লাশটি বর্তমানে কুয়েতের একটি হাসপাতালের মর্গে রয়েছে। সহকর্মীরা লাশ দেশে পাঠানোর ব্যাবস্থা করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন