কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার আসাদনগর আবদুল মতিন খসরু কলেজে চুরি ঘটনা ঘটেছে। এই ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন ব্রাহ্মনপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন বলেন, গত ১২ জানুয়ারি বিকাল ৪টায় কলেজের কার্যক্রম শেষ করে তিনি সকল শিক্ষক কর্মচারীসহ নিজ নিজ বাড়ীতে চলে যায়। পরের দিন রবিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় মোবাইল ফোনে সংবাদ পাই কলেজের অফিস কক্ষের দরজার তালা ভাঙ্গা অবস্থায় আছে।
সংবাদ পেয়ে দ্রুত কলেজে উপস্থিত হয়ে শিক্ষকবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পাই ২টি স্ট্রীলের আলমারীর তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারীতে রক্ষিত কলেজের নগদ ৫ হাজার টাকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরের দলেরা। এ ঘটনায় তিনি ব্রাহ্মনপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৫১২।