কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় একমির এরিয়া ম্যানেজার নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার খোরশেদ আলম (৫৫) নিহত হয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে মহাসড়কের উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তার মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন।

নিহত খোরশেদ আলম পৌর এলাকার বীরচন্দ্রনগর গ্রামের মোহছেন আলীর ছেলে। নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন সন্ধ্যায় নতুন কুমিল্লাকে মুত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম বীরচন্দ্রনগর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটর সাইকেল চালক খোরশেদ আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

আরও পড়ুন