ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার খোরশেদ আলম (৫৫) নিহত হয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে মহাসড়কের উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তার মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন।
নিহত খোরশেদ আলম পৌর এলাকার বীরচন্দ্রনগর গ্রামের মোহছেন আলীর ছেলে। নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন সন্ধ্যায় নতুন কুমিল্লাকে মুত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম বীরচন্দ্রনগর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটর সাইকেল চালক খোরশেদ আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।