নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান না দেয়ার অভিযোগে চান্দিনা মেডিকেল সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ১টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের নেতৃত্বে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টীমের আকস্মিক অভিযানে গিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্যটি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মজিবুর রহমান নতুন কুমিল্লাকে জানান, নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসা প্রদানে সচেতনতা যাইয়ের জন্য আমরা জেলার সবগুলো ক্লিনিক পরিদর্শন করছি, যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।