কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় সংরক্ষিত আসনে শিরিনকে মনোনয়ন দেওয়ার দাবি

শিরিন সুলতানা / ফাইল ছবি

কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. শিরিন সুলতানাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি করছেন এলাকাবাসী ও জেলা মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগসহ অংঙ্গ সংঠনের নেতা কর্মীরা।

স্থানীয় এলাকাবাসী জানান, শিরিন সুলতানা ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি জেলা ও বিভিন্ন উপজেলায় সুনামের সাথে সংগঠনের অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। শিরিন সুলতানাকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হলে দেবিদ্বারের উন্নয়ন আরেক ধাপ এগিয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন নতুন কুমিল্লাকে বলেন, শিরিন সুলতানা একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন। তিনি বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে যুক্ত রাখেন। আমরা তৃণমূল নেতাকর্মী মনে করি শিরিনকে একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংরক্ষিত আসনে মনোনয়ন দিলে উপজেলা একটি মডেল উপজেলায় গড়ে তুলতে সহায়ক হবে।

এ ব্যাপারে শিরিন সুলতানা নতুন কুমিল্লাকে বলেন, দেবিদ্বার উপজেলায় নারীদের উন্নয়নে কাজ করতে চাই। আগামীকাল সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র কিনবো। আশা করি দল আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করবেন না।

আরও পড়ুন