কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং মার্কেটিং বিভাগের সহযোগী সংগঠন ক্যাফে মার্কেটিং এর সহযোগীতায় ‘সেলস টক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ভার্চুয়াল ক্লাস রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। সেমিনারে মূখ্য বক্তা হিসেবে ছিলেন ইনোভেটিভ হোল্ডিংসের মার্কেটিং এবং সেলস বিভাগের পরিচলাক আতেক উল্লাহ মাসুদ, সিম্পোনি মোবাইলসের হেড অব সেলস এম এ হানিফ, সেভেন সার্কেল বাংলাদেশের সেলস ম্যানেজার আতওয়ার জাহান ভুঁইয়্যা এবং প্রাণ আর এফ এলের সিনিয়র ব্রান্ড ম্যানেজার শরীফুল ইসলাম।