কুমিল্লার নাঙ্গলকোটে আগুন লেগে দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার মক্রবপুর ইউপির সাহেদাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রুমনের বাড়িতে এ ঘটনা ঘটে।
রুমনের মা খাদিজা খাতুন নতুন কুমিল্লাকে জানান, রাতে রুমন ঘরে তালা মেরে তার ছেলেকে আমার কাছে রেখে বাড়ী থেকে চলে যয়। এর কিছুক্ষন পরে বিকট শব্দে ঘরের পশ্চিম দিক থেকে আগুন লাগে ক্ষানিকের মধ্যে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ ৩২ হাজার টাকা, দুই ভরি স্বর্ন অলংকার ও আসবাবপত্রসহ পুড়ে গেছে।
এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শক সার্কিট কিংবা অন্যকোন কোন রহস্য থাকতে পারে বলে স্থানীয়দের ধারণ। আগুন লাগার পর পর রুমন বাড়ী থেকে চলে যায়, বুধবার বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত রুমন বাড়ী ফিরেনি।
এ বিষয়ে মক্রবপুর ইউপির ৮ নাং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন বলেন, স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে সহয়তা দেয়ার জন্য ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।