আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ১৪ জানুয়ারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মু. নূরে আলম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ শাহনাজ আক্তার লাভলী।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেবল শিক্ষা গ্রহণ করলে চলবেনা। আগামী দিনে দেশ পরিচালনায় তোমাদের স্বপ্ন থাকতে হবে। উন্নয়নশীল দেশ গড়তে প্রয়োজন তোমাদেরও সহযোগীতা। সে লক্ষ্যে নিয়মিত পড়া-লেখা চালিয়ে যেতে হবে এবং ভাল ফলাফল অর্জন করতে হবে। মেধাবিরাই আজ বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। তোমরাও একদিন সে স্থানে যাবে, যদি তোমাদের লক্ষ্য থাকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাফর আহমেদ ভুঁইয়া, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অলোক কুমার কর্মকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জসিম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সামছুূ্দ্দিন পাটোয়ারী, সমাজকর্ম বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, মু. নুরুল আমিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো:শোয়াইব মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী খান প্রমুখ।