কুমিল্লার লাকসামে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মুসলিম পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে ইদ্রিস বাবুর্চি (৫৫) ও লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি আমতলি এলাকার আবদুল মতিনের ছেলে আল আমিন (৩৫)।
আহতরা হলেন, নরপাটি আশ্রয়ন এলাকার রনির স্ত্রী নাজমা বেগম (২৫), একই এলাকার রহিমা বেগম (৩৫), পশ্চিমগাঁও বাগবাড়ির আবদুর রহমান (৫৫) ও সিএনজি চালক জুয়েল (৩৫)। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল নতুন কুমিল্লাকে জানান, উপজেলার উত্তরদা এলাকায় বিয়ে বাড়ির রান্নার কাজ শেষে বাবুর্চি ও তার ৫ সহকারী অটোরিকশা যোগে লাকসাম ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চন্দনা বাজার এলাকায় পৌছলে নোয়াখালীগামী হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্টো-১৪-৭৯৯২) অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস বাবুর্চি ও আল আমিনের মৃত্যু হয়। আহত হয় তাদের সহকারী নাজমা বেগম, রহিমা বেগম, আবদুর রহমান ও চালক জুয়েল। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।