কুমিল্লার বুড়িচংয়ে তালগাছ থেকে পড়ে মনু মিয়া (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার হরিপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু মিয়া হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় দিনমুজুরের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনু মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে লাকড়ির জন্য একটি তালগাছে ওঠে। এক পর্যায়ে তিনি অসর্তকতার কারণে সে গাছ থেকে নিচের পড়ে যান। এতে তিনি গুরুতোর আহত হলে স্বজন বাবুল মিয়াসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।