কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ফলোআপ:

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্র হত্যার রহস্য উদঘাটন

নিহত জয় চন্দ্র ঘোষ/ ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারের বরকামতায় ইউনিয়নের ঘোষবাড়ির কালিমন্দিরের পাশে আলোচিত স্কুলছাত্র জয় চন্দ্র ঘোষকে (১৫) হত্যার পর মাটিচাপা দেওয়ার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত দূর্জয় চন্দ্র দাস (১৩) নামে এক কিশোরকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। সে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। অভিযুক্ত দূর্জয় চন্দ্র দাস একই বাড়ির শিতল চন্দ্র দাসের পুত্র।

নিহত জয় চন্দ্র ঘোষ উপজেলার নবিয়াবাদ গ্রামের অমর চন্দ্র ঘোষের পুত্র। সে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়’র সপ্তম শ্রেণীতে পড়ত।

অাদালতে দূর্জয় জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন দূর্জয় ও তার সহপাঠিদের সঙ্গে কথা কাটাকাটি হয় জয় চন্দ্র ঘোষ’র। এ শত্রুতা নির্বাচনের পরে আরও তীব্র আকারে ধারণ করে। গত ৮ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে জয় চন্দ্র ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘোষবাড়ি কালিমন্দিরের কাছে। এক পর্যায়ে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে জয় চন্দ্র ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত হলে মন্দিরের পাশেই তাকে গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়।

হত্যাকাণ্ডের ৮দিন পর নিহতের ডান হাতের ওপর থেকে মাটি সরে যাওয়ায় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

দেবিদ্বার থানারর বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়র নতুন কুমিল্লাকে জানান, ঘটনার সাথে জড়িত দূর্জয় চন্দ্র দাস বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক হত্যার বর্ননা দিয়েছে। স্বীকারোক্তির পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এবং এ হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন