কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত এক যুবকের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। বিজয়পুর ইউনিয়নের লালমতি এলাকা থেকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ রবিবার (২০ জানুয়ারি) বিকেলে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের লালমতি এলাকায় লালমাই পাহাড়ের পাদদেশে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পড়নে জিন্স প্যান্ট, হলুদ গেঞ্জি ও গলায় মাফলার পেচানো ছিল। আজ রবিবার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মামুন অর রশিদ জানান।