কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগর দরবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে দরবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২০ জানুয়ারি) উপজেলার জাহাপুর ইউনিয়নের নয়াকান্দি এলাকার মো: নুরুল ইসলাম পীর সাহেবের দরবার শরীফকে জড়িয়ে কুচক্রীমহল কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এতে এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মো: নুরুল ইসলাম পীর সাহেব উপজেলার নয়াকান্দি এলাকায় গত ৩৬ বছর যাবত ভক্তবৃন্দের সহায়তায় দরবার পরিচালনা করে আসছেন। তিনি ইসলামী শরীয়াহ মোতাবেক সুনামের সাথে দরবারের কর্মকান্ড পরিচালনা করেন। এ দরবারের সাথে এলাকার সাধারণ লোকজন জড়িত আছে। স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে এ দরবারে ওয়াজ মাহফিল ও ওরশ শরীফ করা হয়।

কিন্তু সম্প্রতি একটি কুচক্রি মহল এ দরবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনলাইন পোর্টালে অপপ্রচার শুরু করে। এতে এলাকাবাসীসহ দরবারের ভক্তবৃন্দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার এলাকাবাসী এ অপপ্রচারের প্রতিবাদের মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য অহিদুর রহমান, মাহমুদুল হাসান মিঠু, হুমায়ন কবির, তাজুদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম রাজু, সুরুজ মিয়া, হারুন মিয়া, রাসেল ভুইয়া প্রমুখ।

আরও পড়ুন