কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রয় কারাগারে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানা পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন; উপজেলার যুগিরখিলের মৃত হেলাল মিয়ার ছেলে আবদুস সোবহান তুফান, ফেনী জগতপুরের আবদুল গফুরের ছেলে নুর নবী, জয়লস্করের আকতারুজ্জামানের ছেলে নজরুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার লতিফ মিয়ার ছেলে আমজাদ হোসেন, আমানগন্ডা গ্রামের জালাল মিয়ার ছেলে রাসেল, বালিজুড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে আবুল বাশার, চরপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে মিল্লাত হোসেন মিলন, দক্ষিণ কাইচ্ছুটির সামছুল হকের ছেলে আনিছুুর রহমান, রামরায়গ্রামের ফয়জুর আলীর ছেলে মমিন, কাদঘরের সিরাজ মিয়ার ছেলে ওয়াদুদ, নাটাপাড়ার মীর হোসেনের ছেলে মমিন ও বেছু মিয়ার ছেলে রিয়াজ।
পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, আটককৃত ১২ জনের বিরুদ্ধে আদালত কর্তৃক বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। ওসি আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।