কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

মঙ্গলবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

কাগজে কলমে এবারের আসরের শক্তিশালী দল রংপুর। বর্তমান চ্যাম্পিয়নও তারা। মাশরাফির নেতৃত্ব দলটি বেশ তারকা সমৃদ্ধ। টি-টুয়েন্টির বড় দুই তারকা ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স ছাড়াও আছেন অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটার।

তারকা সমৃদ্ধ দল হয়েও এবারের আসরে আশানুরূপ পারফর্ম করতে পারছে না রংপুর। ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে তারা।

অন্যদিকে ওই অর্থে তারকা সমৃদ্ধ নয় মাহমুদউল্লাহ রিয়াদের দলটি। ঢাকা পর্বের প্রথম ভাগে একটিও ম্যাচ জেতেনি তারা। তবে সিলেট পর্বে গিয়ে জিতেছিল একটি ম্যাচ। ওই জয়েই দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা।

একাদশ :

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো।

খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, জুনাইদ সিদ্দিকী, আল আমিন, ডেভিড ওয়েসি, ব্রেন্ডন টেইলর, ইয়াসির শাহ, শুভাশিস রায়, জুনাইদ খান।

আরও পড়ুন