কুমিল্লার নাঙ্গলকোটে নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জেসমিন আক্তার নিপু (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী। উপজেলার জোড্ডা প‚র্ব ইউপির আটঘরা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছেন পুলিশ।
নাঙ্গলকোট থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নিপু ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
নিহতের মা ফাতেমা বেগম জানান, গত দু’একদি আগে নিপুর সাথে একটু কথা কাটা-কাটি হয়। এর পর থেকে সে অবিমান করে আত্মহত্যা কাজ করছে কি না এমনটি ধারণা করছেন তিনি।
নাঙ্গলকেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তবে নিপুর গলায় আঘাতের ছিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুরর সঠিক কারণ জানা যাবে।