কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তরক্ষী বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ পিছ ভারতীয় ট্যাবলেট ও ৯টি ইয়াবা উদ্ধার করেছে। এসময় রবিউল আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক রবিউল আলম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের শাহাপুর গ্রামের শামছুল হকের ছেলে।
কুমিল্লা বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী মঙ্গলবার সন্ধ্যায় নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রামের সাতঘড়িয়া বিজিবি মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নয়টি ইয়াবাসহ রবিউল আলমকে গ্রেফতার করে। এছাড়া চৌদ্দগ্রাম বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ৯৬ হাজার পিছ ভারতীয় যৌন উত্তেযক ট্যাবলেট উদ্ধার করেছে। যার বর্তমান বাজার মুল্য ৭৯ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার বিকেলে আটককৃত মাদকদ্রব্যগুলো কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান।